



#রায়গঞ্জঃ নিজে যে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরতা, সেই মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টারে সারাবছরই রক্তের প্রচুর চাহিদা দেখতে পারেন রায়গঞ্জের বাসিন্দা তথা হাসপাতালের সিস্টার দিদি ছায়া মন্ডল ঝা। তাই চার বছর আগে প্রয়াত স্বামী কার্তিক ঝায়ের মৃত্যুবার্ষিকীতে বাড়িতেই আয়োজন করলেন একটি রক্তদান শিবির।
ছায়া দেবীর কথায়, আমার প্রয়াত স্বামী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারাবছর জড়িত থাকতেন। তাঁর প্রয়ানে সেই কাজ যেন বন্ধ না হয়, সেকারণেই এমন রক্তদান শিবিরের আয়োজন। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মুক্তির কান্ডারী নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
সংগঠনের কর্ণধার কৌশিক ভট্টাচার্য বলেন, ‘ছায়া দেবী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, ‘সেই মানসিক শক্তি আমাদেরকে আরও কাজ করতে প্রেরণা যোগাবে’। এদিনের শিবিরে মোট ১৬ জন রক্তদাতা রক্তদান করেন।
