News Britant

যুবতীকে নিয়মিত উত্যক্ত করায় এক যুবককে খুঁটিতে বাঁধল পাড়া প্রতিবেশী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ দীর্ঘদিন ধরে এক যুবতীকে উত্যক্ত ও কটুক্তি করার অভিযোগে বুধবার রাতে এক যুবককে বাড়ির সামনে দীর্ঘক্ষণ খুঁটিতে বেঁধে রাখলো যুবতীর বাড়ির লোক। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের পূর্ব কলেজপাড়া এলাকায়। অভিযুক্ত ঐ যুবকের নাম গৌরাঙ্গ রায়।

যুবতীর মায়ের অভিযোগ প্রায় দু বছর ধরে  তাঁর মেয়েকে নানা ভাবে উত্যক্ত ও কটুক্তি করার পাশাপশি বেশ কয়েকবার ধরালো অস্ত্র নিযে চড়াও হয়  অভিযুক্ত যুবক। বর্তমানে ঐ যুবতীর বিয়ে হয়ে গেলেও ঐ যুবক নানা ভাবে ঐ যুবতীকে বিরক্ত করতে থাকে এরপর বুধবার রাতে ঐ যুবতী ও যুবতীর বর বাইরে বেরোলে দুজনকেই মারধর করে অভিযুক্ত যুবক।

এরপরই যুবতীর বাড়ির লোক ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ঐ যুবককে বাড়ির সামনেই দীর্ঘক্ষণ খুঁটিতে বেঁধে  রাখে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করে অভিযুক্তকে।

Leave a Comment