News Britant

পোশাকের মান নিয়ে প্রশ্ন উড়িয়ে পড়ুয়াদের মিড ডে মিল খেলেন ব্লক আধিকারিকেরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ রাজ্য সরকারের নির্দেশে পৌর ও পঞ্চায়েত স্তরের প্রতিটি স্কুলে মিড ডে মিলের মান খতিয়ে দেখছে ব্লক প্রশাসন। তারই অঙ্গ হিসেবে দুপুরে মিড ডে মিল পরিদর্শন করতে গিয়ে পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিল খেলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত সাহা সহ একাধিক আধিকারিক।

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, মিড ডে মিলের মান নিয়ে বিভিন্ন সময় নানান অভিযোগ ওঠে। তাই হঠাৎ করে এই পরিদর্শন শুরু হয়েছে। বৃহস্পতিবার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত সাহা ও স্নেহাশিস মন্ডল সহ একাধিক আধিকারিক পৌঁছান রামপুর জুনিয়র বেসিক স্কুলে। সেখানেই মিড ডে মিল খেতে বসেন পড়ুয়াদের সাথে।

এদিকে ব্লক প্রশাসন সূত্রে আরও জানা যায়, পুজোর আগে সবকটি ব্লকের সমস্ত পড়ুয়া যাতে কমপক্ষে এক সেট করে স্কুল ড্রেস পায়, সেটা নিশ্চিত করতে আধিকারিকেরা বিভিন্ন স্কুলে যাচ্ছেন। এদিন রায়গঞ্জের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত সাহা বলেন, রাজ্য সরকার প্রেরিত পড়ুয়াদের জামা কাপড়ের মান নিয়ে বিভিন্ন স্তরে, কানাঘুষোয় অভিযোগ উঠলেও আমাদের ব্লকে এমন কোনো অভিযোগ নেই। পাশাপাশি, প্রতিটি পড়ুয়া পুজোর ছুটির মুখে যাতে কমপক্ষে ১ সেট পোশাক পায়, সেটা নিশ্চিত করতে আমরা এসেছি।

মিড ডে মিল পরিদর্শনের পাশাপাশি আধিকারিকেরা এদিন প্রধান মন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত আর্থিক সহয়তা পাওয়া উপভোক্তাদের ঘরগুলিও পরিদর্শন করেন। এবং যারা সহয়তা পাওয়া সত্ত্বেও ঘর তৈরি করেননি, তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয় বলে জানিয়েছেন আধিকারিকেরা।

Leave a Comment