



#মালবাজারঃ রবিবার থেকে মালবাজার শহরের উদিচি কম্যুনিটি হলে শুরু হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনের দুইদিন ব্যাপী ৩৩তম জলপাইগুড়ি জেলা সন্মেলন। এই সন্মেলনকে সামনে রেখে শনিবার বিকালে উদিচি হলে শিশুদের এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন এই বসেআঁকো প্রতিযোগিতায় বহু ছেলেমেয়ে অংশ গ্রহণ করে। পরে সন্ধ্যায় এসএফআই’য়ের কর্মী সমর্থকদের নিয়ে এক বর্নাঢ্য র্যালি শহর পরিক্রমা করে। এদিন সন্ধ্যায় স্থানীয় ঘড়ি মোর এলাকা থেকে এই র্যালি শুরু হয়। স্টেশনরোড, জাতীয় সরক, বাজার রোড হয়ে ঘড়ি মোরে শেষ হয়। রবিবার সন্মেলন উপলক্ষে ঘড়ি মোরে প্রকাশ্য সমাবেশ রয়েছে।
