News Britant

বকেয়া দাবি মেটানোর লক্ষ্যে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও নিজেদের দুর্দশা থেকে মুক্তি মেলেনি বলে দাবি সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের। তাই নিজেদের বকেয়া দাবি মেটানোর লক্ষ্যে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের উত্তর দিনাজপুর জেলা কমিটি।

তাদের অভিযোগ উদ্বাস্তুদের সার্বিক পুনর্বাসন সমস্যা এখনো রয়েছে, যে কোন স্বাধীন দেশের সরকারের পক্ষেও এটি অতীব লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তারা। তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ বৈষম্যমূলক আচরণের জন্যই উদ্বাস্তুরা  এই সমস্যার মধ্যে রয়েছে।

তারা জানায় প্রতিবছরের মতো এবছরও ২৫ অগাস্ট উদ্বাস্তু দিবস পালন করা হয়েছে, আর সেই কর্মসূচির অংশ হিসেবে উদ্বাস্তুদের বকেয়া দাবিগুলি দাবি সনদের আকারে মহকুমা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে পেশ করার জন্য আজ  স্মারকলিপি জমা দেওয়া হয়।

উদ্বাস্তু স্বীকৃতি কলোনি গুলির বকেয়া দলিলের কাজ দ্রুত শেষ করা সহ মোট ১৩ দফার ভিত্তিতে এই দাবি সনদ আজ পেশ করা হয় বলে জানান সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস।

Leave a Comment