



#রায়গঞ্জঃ উত্তর পূর্ব সীমান্ত রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ৫ই সেপ্টেম্বর থেকে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত ১৩০৫৩/ ১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনটি চলাচল বন্ধ থাকছে। ট্রেনটি হাওড়া থেকে রাধিকাপুরগামী ৫ থেকে ১৩ই সেপ্টেম্বর এবং রাধিকাপুর থেকে হাওড়াগামী ৬ থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
ইস্টান রেলের থার্ড লাইনের কনস্ট্রাকশনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান রায়গঞ্জ রেলস্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার। এছাড়াও কোলকাতা হলদিবাড়ি, বালুরঘাট কোলকাতা ও শিলচর শিয়ালদহ ট্রেন গুলি ওই দিন গুলোতে আজিমগঞ্জ রুটে চলবে।
