



#রায়গঞ্জঃ ফের এক নাবালিকা কন্যাকে ধর্ষনের ঘটনার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে। শনিবার সকালে রায়গঞ্জ থানার বারোদুয়ারী এলাকার এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর আটের নাবালিকাকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝোপঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষন করে এক যুবক।
এমন অভিযোগ ওঠে নাবালিকাটির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। যুবককে আটক করে রেখে পুলিশের দ্বারস্থ পরিবার ও প্রতিবেশীরা। এরপর নাবালিকাকে নিয়ে তার বাবা, মা ও প্রতিবেশীরা রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হন। থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায়।
