



#নিউজ ডেস্কঃ গতকালই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর পূর্ব সীমান্ত রেল জানায় যে, আগামী ৫ই সেপ্টেম্বর থেকে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত ১৩০৫৩/ ১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনটি চলাচল বন্ধ থাকছে। ট্রেনটি হাওড়া থেকে রাধিকাপুরগামী ৫ থেকে ১৩ই সেপ্টেম্বর এবং রাধিকাপুর থেকে হাওড়াগামী ৬ থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
ইস্টান রেলের থার্ড লাইনের কনস্ট্রাকশনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের অসুবিধার দিকে লক্ষ্য রেখে ময়দানে নামেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।
তাঁর প্রচেষ্টাতেই চলাচল একেবারে বন্ধ না রেখে, বিকল্প রুট, অর্থাৎ কাটোয়া, আজিমগঞ্জ হয়ে চালানোর সিদ্ধান্ত নিল রেল আধিকারিকেরা। এমনটাই জানালেন সাংসদ। উল্লেখ্য, কোলকাতা হলদিবাড়ি, বালুরঘাট কোলকাতা ও শিলচর শিয়ালদহ ট্রেন গুলি ওই দিন গুলোতে আজিমগঞ্জ রুটে চলবে।
