News Britant

ভারতীয় জলসীমানা পেরিয়ে বাংলাদেশের কোস্টগার্ডের হাতে আটক দুটি ট্রলারের ৩১ জন মৎস্যজীবী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কাকদ্বীপ: ভারতীয় জল সীমানা লংঘন করে বাংলাদেশে প্রবেশ ভারতীয় দুটি ট্রলার বাংলাদেশের কোস্টগার্ডের হাতে আটক দুটি ট্রলার সহ ৩১ জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮শে আগস্ট ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেয় মঙ্গলচন্ডী ২৫ ও মা মঙ্গলচন্ডী দুটি ট্রলারে মোট ৩১ জন মৎস্যজীবী ছিল। মাছ ধরার সময় ভারতীয় জনসীমানা লংঘন করে বাংলাদেশের প্রবেশ করে এই দুটি ট্রলার। সেই সময় বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী।

উপকূল রক্ষী বাহিনীর নজরে আসে এই দুটি ট্রলার। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী দুটি ট্রলার সহ ৩১ জন মৎস্যজীবীকে আটক করে। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর জন্য ব্যবস্থা করছে  মৎস্য দপ্তর।

Leave a Comment