



#মালবাজারঃ রবিবার ছিল রাধা জন্মাষ্টমী। আমাদের দেশে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম বড় উৎসব। মাল এলাকার অন্যতম বড় মঠ ওদলাবাড়ির কৃষ্ণ কৃপা গৌরীয় মঠ। তাই ওদলাবাড়ি কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠ সেজে উঠেছে। এদিন সারাদিন চলছে নানা অনুষ্ঠান।
ভোর চারটে শুরু হয় ভগবানের আরতী। তার আগে মঠের আশেপাশে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়। মঠের ভেতর বেলুন এবং আলোক সজ্জা দিয়ে সাজানো হয়। এরপর রাধারানীর অভিষের জন্য ভোর বেলায় নগর কির্তনের মধ্যে দিয়ে চেল নদী থেকে কলসে করে জল আনতে যায় ভক্ত এবং মঠের সদস্যরা।
বেলা ১২ টা থেকে শুরু হয় রাধারাণীর অভিষেক। এদিন অভিষেক দেখতে বহু ভক্তের সমাগম হয় মঠে। এরপর রাধারাণী কে সিঙ্গার করিয়ে ভোগ নিবেদন করা হয়। এরপর দুপুরে থাকছে ভক্তদের এবং দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যাবস্থা। এদিন প্রায় ২০০০ ভক্তদের জন্য প্রসাদের ব্যাবস্থা রয়েছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে কির্তন ও ভাগবত পাঠ। নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মঠ জনপ্রিয়তা পেয়েছে।
