



#মালবাজার: চলতি মাসেই রাজ্যের প্রধান বিরোধী দলের একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সফল করতে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা শুরু করেছে বিজেপি। আগামী ৯ সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নবান্ন অভিযান রয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর। এই দুই কর্মসূচি সফল করতে শনিবার সন্ধ্যায় মালবাজার শহরে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের নাগরাকাটা বিধান সভার বিধায়ক পুনা ভেংরা, জেলা সহসভাপতি কমলেন্দু দেবশর্মা, জেলা সম্পাদক মনোজ ভুজেল, মাল বিধানসভা ক্ষেত্রের কো- কনভেনর মঙ্গল ওঁরাও সহ পাঁচ মন্ডল সভাপতি।
সভার শেষে মঙ্গল ওঁরাও জানান, এমাসে দুটি পোগ্রাম রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আমাদের নেতা শুভেন্দু অধিকারী ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে আসছেন। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান রয়েছে। এছাড়া সামনের বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। এসব কর্মসূচি সফল করতে আজ প্রস্তুতি বৈঠক হয়।
