News Britant

রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সিপিএমের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের বিভিন্ন রাস্তার হাল বেহাল। সেই রাস্তা গুলোর মেরামতি সহ একাধিক দাবিতে পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম। এদিন সুভাষগঞ্জ ভি.এন.সি মোড় থেকে ভিটি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের শেষ দিনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এদিন তারা সুভাষগঞ্জ মোড়ে প্রায় চার ঘন্টার অবস্থান বিক্ষোভ সংগঠিত করে। এই কর্মসূচি থেকে প্রায় দেড় হাজার মানুষের সাক্ষর সংগৃহীত হয়। কর্মসুচীতে উপস্থিত ছিলেন  সি পি আই (এম) নেতা উত্তম পাল,  উত্তর লোকাল সম্পাদক মোহিত বর্মন, প্রদ্যোত নারায় ঘোষ,  সুভাষগঞ্জ যৌথ শাখা সম্পাদক সঞ্জু চাকী, কার্তিক দেববর্মন প্রমুখ।

Leave a Comment