



#ইসলামপুর: গত কাল ছিল শিক্ষক দিবস। মহান শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচী গ্রহন করা হয়। একই ছবি দেখা যায় ইসলামপুরেও। সোমবার সন্ধ্যায় অবুঝ সবুজ ও শ্রুতি মঞ্জিল নামের আবৃত্তি সংস্থার যৌথ উদ্যোগে শহরের মিডিল স্কুলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতীতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। যেখানে খুদে পড়ুয়াদের নিয়ে বসে আঁকো, পড়ুয়া ও অভিভাবকদের জন্য প্রশ্ন মঞ্চ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাকে ঘিরে উৎসাহিত খুদেরা। উপস্থিত ছিলেন নাট্যকার উত্তম সরকার, বাচিক শিল্পী সুশান্ত নন্দী সহ অন্যান্যরা।
