



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এবার পুজোয় আবারও এক চমক হিসেবে, দর্শনার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে আশ্রয় থিম নিয়ে প্রস্তুতি নিচ্ছে রায়গঞ্জের কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাব। এবার তাদের ৬৭তম বর্ষ। পুজোটি উত্তর কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব নামেই পরিচিত। পুজো কমিটির সম্পাদক কৌশিক দত্ত বলেন, এবারের পুজোর বাজেট: আনুমানিক ১৬ লক্ষ টাকা আর পুজোর থিম, আশ্রয়।
মোবাইল টাওয়ারের রেডিয়েশনের বিরূপ প্রতিক্রিয়ার ফলে সমগ্ৰ জীবকূলের মধ্যে সবথেকে বেশী ক্ষতিগ্ৰস্থ হচ্ছে পাখিরা। ক্রমশ আশ্রয়হীন হয়ে অবলুপ্ত হচ্ছে তারা। পাখিদের প্রধান আশ্রয়স্থল গাছকে রক্ষা করার সামাজিক বার্তা ও জনসাধারণ কে মোবাইল টাওয়ার এবং মোবাইল এর অত্যাধিক ব্যবহারের বিরূপ পতিক্রিয়ার সচেতনতার বার্তা দিতেই আমাদের এই থিম ভাবনা।
পুজোর মৃৎশিল্পী ভানু পাল, মন্ডপশিল্পী অসীম মালাকার, আলোক শিল্পী পলাশ মহন্ত। উদ্বোধন হবে চতুর্থীতে। পুজোর বিশেষ আকর্ষণ নুতন আঙ্গিকে আলোআঁধারী মন্ডপসজ্জা, আলোকসজ্জা ও দূর্গামায়ের নুতন রূপ।ক্লাব সম্পাদকের মতে, সমগ্ৰ জেলাবাসীর কাছে বৈচিত্র্যময় থিম পূজোর উপস্থাপনার পাশাপাশি উদ্বোধনের দিন দুইশতাধিক দুস্থদের মধ্যে নুতন বস্ত্র বিতরণ, অষ্ঠমীর মহাভোগ বিতরন ও মন্ডপপ্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি সামাজিক কর্মসূচী থাকবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।
