News Britant

ভদ্রশীলায় খুঁটি পুজো ও মন্দিরে দ্বারোদঘাটনে বিধায়ক গৌতম

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইটাহার: আসন্ন দূর্গাপুজার ২৫তম বর্ষকে সামনে রেখে খুঁটি পূজা ও নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানের আয়োজন করা হল ইটাহারের ভদ্রশীলায়। এদিন বিচিত্রা ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে করণদিঘীর তৃণমূল বিধায়ক তথা ভদ্রশিলা গ্রামের বাসিন্দা গৌতম পাল ও বিচিত্রা ক্লাবের সদস্যরা।

এদিন মন্দির প্রাঙ্গণে ঢাকের বাজনার তালে সারম্বরের সাথে খুটি পুজার মধ্য দিয়ে মায়ের আগমনীর সূচনা করা হয়। পাশাপাশি নবনির্মিত মন্দিরের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল।  এই বছর বিচিত্রা ক্লাবের পুজার থিম আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি। একই সাথে দুর্গাপুজার ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে এলাকার মহিলাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় ভদ্রশিলার রাস্তায়। ঢাকের তালে এই শোভাযাত্রায় পা মেলান বিধায়ক গৌতম পাল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পম্পা পাল, ক্লাব সভাপতি প্রভাত কুমার পাল, সম্পাদক ধনঞ্জয় পাল, সদস্য শিব শংকর পাল, সুখমোহন পাল, চিত্তরঞ্জন পাল সহ অন্যান্যরা।

Leave a Comment