News Britant

বন্ধ দোকানের ভিতর থেকে দেহ উদ্ধার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইটাহারঃ বন্ধ দোকানের ভিতর থেকে এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার হল ইটাহারে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার চেকপোষ্ট এলাকায়। জানা গেছে, ইটাহার থানার বহুরাপাড়া এলাকার বাসিন্দা পেশায় দরজী আব্দুল কাউমকে সোমবার বিকালের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ফোনেও পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছিল না আব্দুল কাউমের সাথে। এরপর সোমবার রাতে স্থানীয় দুই ব্যাক্তি চেকপোষ্ট এলাকায় কাউমের দোকানের শাটার খুলে দেখে সে গলায় ফাঁস লাগা অবস্থায় দোকানের ভিতর মেঝেতে পরে আছে। খবর দেওয়া ইটাহার থানার পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এরপর রাতেই মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি ভাবে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে  ব্যপক শোকের ছায়া মেনেছে এলাকা জুড়ে।

Leave a Comment