



#মালবাজারঃ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ ব্যাক্তির। মালবাজার মহকুমা’য়ের ওদলাবাড়ি চেল রেল সেতু সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম মানিক সামন্ত(৭০)। বাড়ি চেল কলনী এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসেন রেল পুলিশের আধিকারিকেরা। স্থানিয় ব্যাক্তি রঞ্জিত রায় বলেন, আমরা ওদলাবাড়ি রেল স্টেশনে বসে ছিলাম।
তখন দেখি একটা মাল ট্রেন হঠাৎ রেল লাইনে দাঁড়িয়ে যায়। তারপর গিয়ে দেখি রেল লাইনে পড়ে রয়েছে এক ব্যাক্তির ছিন্নভিন্ন মৃতদেহ। কি কারনে মৃত্যু হল তা জানা যায় নি। পুলিশ সুত্রে জানা গেছে ডাউন মাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এই ব্যাক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি নিয়ে যাবার প্রক্রিয়া চলছে।
