



#ইসলামপুর: আহত ব্যক্তিকে হাসপাতালে পৌছে সহৃদয়তার পরিচয় দিলেন ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক। ঘটনাকে ঘিরে বেশ শোরগোল পরে যায় এলাকায়। গুরুতর জখম অবস্থায় স্হানীয়দের সহযোগিতায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে করে হাসপাতালে পৌছালেন চালক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে কোনও গাড়ির ধাক্কায় জখম হন রাজু দত্ত নামে এক বাইক চালক।
স্হানীয় বাসিন্দারা জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় জখম ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর জন্য দীর্ঘক্ষণ ধরে কোনও গাড়ি পাননি স্হানীয়রা। হঠাৎ ঐ পথ দিয়ে আসছিল একটি ম্যাজিস্ট্রেটের গাড়ি।
গাড়িতে কোনও আধিকারিক ছিলেন না। এরপর স্হানীয়দের কথায় ওই জখম ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌছান ঐ গাড়ির চালক। যদিও ওই বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে শিলিগুড়ি মেডিক্যালে রেফার করে দিয়েছেন।
