News Britant

ইসলামপুরের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে জ্যোতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের আসন অলংকৃত করলেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলার জ্যোতি দত্ত। জানা যায়, ইসলামপুর পৌরসভার চোয়ারম্যান নির্বাচিত হলেও দীর্ঘদিন থেকে ভাইস চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল। যা নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল সব রাজনৈতিক মহলে।

অবশেষে জল্পনা শেষে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে আসীন হলেন ইসলামপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি দত্ত। এই বিষয় নিয়ে বুধবার একটি বোর্ড বেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং বোর্ড মিটিংয়ে আরও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইসলামপুর পৌরসভার উন্নয়নের বিষয়ে।

এদিন জ্যোতি বাবুর অভিষেক হতেই আতসবাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠলেন তৃনমূলের কর্মীরা। তাকে স্বাগত জানান চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। দল মত নির্বিশেষে উন্নয়নের বার্তা দেন জ্যোতি দত্ত।

Leave a Comment