



#রায়গঞ্জঃ বিগত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অনিরুদ্ধ দাসকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়। অনিরুদ্ধ দাসের নাম ঘোষণার পর থেকেই খুশির আবহাওয়া ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় জুড়ে।
বুধবার, ৭ই সেপ্টেম্বর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় অধ্যাপক দাসকে। এদিন সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অনিরুদ্ধ দাস, অধ্যাপক অজয় দত্ত।
এছাড়াও ছাত্র ছাত্রীদের পক্ষে উপস্থিত ছিলেন অনীশ দে, দশরথ সরকার, কোয়েল সরকার,ইন্দ্রানী দাস, মুনমুন দাস, মোনালিসা, সঞ্জিত দাস সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা।ছাত্র ছাত্রী দের পক্ষ থেকে অনীশ দে জানায়, অনিরুদ্ধ স্যারের মতো একজন শিক্ষককে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
