News Britant

লক্ষাধিক টাকার চুরি মন্দিরে, চাঞ্চল্য এলাকায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: চুরির ঘটলো ইসলামপুর শহরে। ইসলামপুর কলেজ মোড় ছাড়িয়ে বিহার মোড় এলাকায় একটি মন্দিরে ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এমনটাই জানাচ্ছেন পুরোহিতসহ অন্যান্য সদস্যরা।

মন্দিরের পুরোহিত এবং সদস্যরা জানান, মন্দিরের পুরোহিত সকাল সকাল দশটা নাগাদ ইসলামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন মন্দিরের জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে এবং ফিরে এসে তিনি দেখতে পান মন্দিরে মা কালীর শরীরে প্রায় কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি গেছে।

চুরি হয়েছে বুঝতে পেরেই তিনি মন্দির কমিটির সদস্যদের ঘটনাটি জানান। ঘটনার খবর শুনেই সদস্যরা মন্দিরে ছুটে আসেন এবং সাথে সাথে তারা ইসলামপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ছুটে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment