



#কলকাতা: কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করল কাস্টমস। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির।
সম্প্রতিকালে কলকাতা বিমানবন্দর থেকে এত পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার প্রায় নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চেকিং করার সময় গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তার ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
পরীক্ষা করার সময় খাম গুলি খুললে দেখা যায় খামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। এত বিদেশি মুদ্রা দেখে চক্ষুচড়কগাছ হয়ে যায় নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে। শুল্ক দফতরের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এতো বিদেশি টাকা তার কাছে এলো কি করে।
