News Britant

স্কুলে নেই একজনও স্থায়ী শিক্ষক,স্কুল চালাচ্ছেন গেস্ট টিচার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর:রসাখোয়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকার রসাখোয়া জুনিয়ার গার্লস স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াই চলছে পঠন-পাঠন। স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৮ সালে এই স্কুলের ছাত্রীর সংখ্যা ছিল প্রায় ৫০০, কিন্তু পরবর্তীকালে ছাত্রী সংখ্যার অনুপাতে শিক্ষিকার সংখ্যা না বাড়ায় পঠন-পাঠনের অবনতি হতে থাকে। আর ধীরে ধীরে কমতে থাকে ছাত্রী সংখ্যা ।বর্তমানে এই স্কুলের ছাত্রী সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ২১৭ জনে। কিন্তু এই ২১৭ জন ছাত্রীদের পাঠদান করার জন্য নেই একজন শিক্ষিকাও। স্কুল চালাচ্ছেন গেস্ট টিচার।
জানা যায়, শুরুতে স্থানীয় শিক্ষিত যুবক যুবতীরা শিক্ষাদান শুরু করে। এরপর স্কুলের শিক্ষা দপ্তর থেকে দুজন শিক্ষিকা যোগ দেয় ওই স্কুলে। কিন্তু চলতি বছরে ওই দুই শিক্ষিকা বদলি হয়ে যাওয়ায় লেখাপড়া একেবারে শিকেয় উঠেছে বলে অভিযোগ।

Leave a Comment