News Britant

Sunday, September 25, 2022

বাইক ও চার চাকা গাড়ির গতি নিয়ন্ত্রণে ইসলামপুরে বসলো স্পিড লেজার গান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পথচারী ,বাইক, গাড়ি চালকদের বারবার করে সচেতন করা হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট গতি মানতে চায় না চালকরা, আর তাই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক এর অন্তর্গত ইসলামপুর ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে বাইক ও চার চাকার গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড লেজার গান স্থাপন করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুরের ট্রাফিক ওসি নির্মল সরকার ও তার টিম। ট্রাফিক ওসি নির্মল সরকার জানান, এই স্পিড লেজার গান স্থাপনের পর থেকে দ্রুতগতির বাইক চালকরা কিছুটা গতি নিয়ন্ত্রণ করেছে, কিন্তু এত কিছুর পরেও যারা নিজেদের গাড়ি বা বাইকের গতি কমাচ্ছে না তাদের জরিমান করা  হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Comment