










গাছের জন্মদিনে উপস্থিত হয়েছিল এলাকার সাধারণ মানুষ । তারাও প্রশংসা করেন দীপক বাবুর এই উদ্যোগকে। জন্মদিনে আসা পাড়ার খুদেরা বলে, বইয়ের পাতায় গাছের প্রয়োজনীয়তা পড়েছি। গাছ লাগানো ভীষণ প্রয়োজন। নইলে সকলের খুব ক্ষতি হয়ে যাবে।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার ওই ওয়ার্ডের কোঅরডিনেটর অভিজিৎ সাহা। তিনি বলেন, এটা একটা অসাধারণ উদ্যোগ। সাধারণ মানুষ যদি সকলে গাছ রক্ষার কাজে নিদর্শন তৈরি করতে পারে, তবেই পৃথিবীতে মানব সভ্যতা আরও দীর্ঘস্থায়ী হবে। শুক্রবার রাতে অনুষ্ঠিত এমন উদ্যোগের পর সকলের মধ্যে মিষ্টিও বিতরন করা হয়। 













