News Britant

সোশাল মিডিয়ায় যোগাযোগে প্রেম, এবার বিয়ের দাবিতে ধর্নায় প্রেমিকা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হরিশ্চন্দ্রপুরঃ দীর্ঘ তিন বছর আগে সোশাল মিডিয়ার মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক এরপর একাধিক বার সহবাসের সম্পর্ক গড়ে ওঠে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতীর। এরপর রানিপুরা গ্রামের বাসিন্দা ওই যুবক,  যুবতীটিকে বিয়ে করতে অস্বীকার করলে প্রথমে যুবতী যায় কোর্টে। কোর্ট কেস চলাকালীন সময়ে এবার প্রতারক যুবকের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসল প্রতারিত যুবতী। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায়। সূত্র মারফত জানা গেছে, ওই যুবক যুবতীর দুজনেরই আলাপ হয় ফেসবুকে। এরপরে ধীরে ধীরে জমে ওঠে প্রেম। এদিন ধর্নায় বসা ওই যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  একাধিকবার সহবাস করেছে ওই যুবক।৷ আমার কাছে তার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস রয়েছে। এদিন ওই যুবতী খুলে দেখান তার স্মার্টফোন। যেখানে একাধিক প্রমাণ রয়েছে। তবুও ছেলের বাড়ির লোকেরা যুবতীটিকে মানতে নারাজ হওয়ায়, এদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন যুবতী। ফলে এদিন রানিপুরা গ্রামে ছড়িয়ে পড়ে  চাঞ্চল্য।যুবতীর দাবি, দীর্ঘদিন  ধরে তারা একসাথে সময় কাটিয়েছে, পার্কে ঘুরতে গিয়েছে, ছোট বড় রেস্তোরাঁ ও হোটেলে একসঙ্গে খেতে গিয়েছে। এখন ওই যুবক বিয়ে করতে অস্বীকার করছে।তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনের পুকুর পাড়ে বসে পড়েন যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা আটক করে ওই যুবতী ও যুবকের বাবাকে।

Leave a Comment