#ইসলামপুর:ইসলামপুর মহকুমাশাসকের নির্দেশে মহকুমা প্রশাসক ও পরিবহণ দফতরের সহযোগিতায় শুক্রবার এক বিশাল পুলিশবাহিনী নিয়ে ইসলামপুরের টোটোর দোকানগুলিতে অভিযান চালানো হয়। জানা যায়, এদিন মোট চারটি দোকান সিল করে দেওয়া হয়েছে। তবে দোকানগুলো বৈধ না অবৈধ সে বিষয়ে কিছু বলতে চাননি প্রশাসনিক কর্তারা। তাঁরা জানান সমস্ত বিষয় এবং কাগজপত্র খতিয়ে দেখে তারপরে বিষয়টি পরিষ্কার করে জানানো সম্ভব হবে। অন্যদিকে এক টোটোর দোকানের মালিক সুব্রত সরকার জানান, করোনা পরবর্তী সময়ে বাড়ি ঘর বন্ধক রেখে এই ব্যবসা শুরু করেছিলেন তারা। কিন্তু এইভাবে দোকান বন্ধ হয়ে যাওয়ায় একেবারে পথে বসে পড়বেন তারা। এমনকি গাড়ির কিস্তি শোধ হবে কিভাবে সেই নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের। তবে ঠিক কি কি কারণে তাদের এই দোকান সিল করে দেওয়া হল তা পরিষ্কার জানাতে পারেননি তিনি ।,তবে সুব্রত বাবু জানান প্রশাসনের তরফে যেরকম নির্দেশিকা দেওয়া হবে সেই সব নির্দেশিকা মেনে তারা তাদের দোকান পরিচালনা করবেন।