



#রায়গঞ্জঃ রবিবার দুপুরে রায়গঞ্জের উদয়পুরের রাজ্য হাঁস খামারে আয়োজিত হল একটি রক্ত দান শিবির। এই শিবিরে মোট ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠন সূত্রে জানা গেছে, ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি এলামনি অ্যাশোসিয়েনের উদ্যোগে রবিবার দুপুরে রক্তদান শিবিরের পাশাপাশি গাছের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে প্রানীসম্পদ শাখা, উত্তর দিনাজপুর জেলা কমিটি, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং রক্ত দান করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল, বিএলডিও ড. মুনমুন মন্ডল ও ভেটেরিনারি অফিসার ড. কৃষ্ণেন্দু মন্ডল।
