



#রায়গঞ্জঃ রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করা হল বনশহীদদের। এদিন রায়গঞ্জ বনবিভাগের প্রতিটি রেঞ্জ অফিস ও বিট অফিসে এদিন বন শহীদ দিবস পালন করা হয়। বন বিভাগের সরকারি আধিকারিকেরা জানান, ১৭৩০ সালের আজকের তারিখেই (১১ই সেপ্টেম্বর) রাজস্থানের খেজরালি গ্রামে রাজ কাঠুরেদের হাত থেকে বন বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ৩৬৩ জন বিশনোই সম্প্রদায়ের মানুষ।
তাদের স্মৃতিতে এই দিনটি বন শহীদ দিবস হিসেবে পালন করা হয়। পাশাপাশি এ দেশের বিভিন্ন প্রান্তে গত কয়েক বছরে বন্যপ্রাণীদের হানায়, আবার কখনও চোরা শিকার রুখতে শিকারীদের সঙ্গে লড়াইয়ে, জল জঙ্গল বন মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেসব বন ও পরিবেশকর্মী দেশের ভবিষ্যত রক্ষায় শহীদ হয়েছেন, সেই বন শহীদ দের এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ায় রায়গঞ্জ বনবিভাগের ডিভিশন অফিসে, রেঞ্জ অফিসে ও কুলিক বন বিভাগে বন শহীদ দিবস পালন করা হয়। রায়গঞ্জ ডিভিশনের বনাধিকারিক কমল সরকার, রেঞ্জার প্রদীপ কর রায় চৌধুরী, বিট অফিসার বরুন সাহা সহ অন্যান্যরা এদিনে বন শহীদদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
