



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: ভ্রমণ প্রিয় বাঙালি বছরে একবার বা দুবার পাহাড়, সমুদ্র, জঙ্গলে বেরিয়ে পড়ে রোজকার জীবন থেকে মুক্তি পেতে। বছরভর কাজের ফাঁকে একটু সময় করে টুকটাক বেরিয়ে পরা বাঙালির নেশা। আর এই নেশাকেই কেন্দ্র করে রায়গঞ্জের একদল যুবক যুবতি চার বছর আগে শুরু করেছিল ভ্রমণ পিপাসু নামক একটি ফেসবুক গ্রুপ।
মূলত রায়গঞ্জ কেন্দ্রিক হলেও গ্রুপটিতে রাজ্যব্যাপী সদস্যরা রয়েছেন। চার বছর ভ্রমণ আর ফটোগ্রাফিকে কেন্দ্র করে ধীরে ধীরে ডালপালা মেলেছে গ্রুপটি। প্রতিবছরের ন্যায় এ বছরও এই গ্রুপের জন্মদিন উপলক্ষে তিনদিনব্যাপী একটি ডিজিটাল মাধ্যম ও মোবাইল মাধ্যম ফটোগ্রাফি কম্পিটিশন আয়োজিত হয়।
রবিবার গ্রুপের চতুর্থ জন্মদিন উপলক্ষে উদয়পুর মাঠে বিজয়ীদের হাতে ট্রফি বা সম্মাননা তুলে দেন উদ্যোক্তারা। বিজয়ীরা প্রত্যেকেই আপ্লুত ও আগামীর শুভেচ্ছা জানিয়েছেন গ্রুপ এডমিনদের। গ্রুপের ফাউন্ডার এডমিন স্নেহাশীষ পণ্ডিত জানান, প্রতিবছর এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় গ্রুপের জন্মদিন পালন ও সকল সদস্যদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।
