



#সুমন রায়, রায়গঞ্জঃ ইটাহারের তিলনা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একই পরিবারের তিন জনের। গুরুতর আহত এক। মৃতরা হলেন বাবলু মুর্মু, কবিরাজ মার্ডি, হোপনময়ী সোরেন এবং আহত হয়েছেন গোপাল মুর্মু। গোপাল মুর্মুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গোপাল মুর্মু জানান, রবিবার সন্ধ্যায় তাঁর ছেলে ও বাবলু মুর্মুর ছেলের জন্মদিনের পার্টি চলছিলো। সেই সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ ঘটে বাড়িতে, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃত্যু হয় দাদা বাবলু মুর্মু, জেঠু কবিরাজ মার্ডি ও জেঠিমা হোপনময়ী সোরেনের। ছেলের জন্মদিনে বাবার মৃত্যুর ঘটনায় রীতিমত শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
