News Britant

নেট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রকে সংবর্ধনা জানালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভগবানপুর এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করে ফাইজান রেজা, তার বাড়ি করণদিঘি ব্লক এলাকায়। ছোট বেলা থেকে মামার বাড়িতে বেড়ে ওঠা ফাইজান বরাবরই পড়াশোনায় ভালো প্রতিটি ক্লাসেই তার ভালো ফল হত।

এবছরের নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে, এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে উঠে এলাকাবাসী। রবিবার ভগবানপুরে  ফাইজান কে সংবর্ধনা দিতে তার মামা বাড়িতে পৌঁছালো রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। এদিন ফাইজনকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন   মন্ত্রী গোলাম রাব্বানী।

Leave a Comment