News Britant

আই আই টি তে সর্বভারতীয় স্তরে বিরাট সাফল্য ইসলামপুরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: আই আই টি তে সর্বভারতীয় স্তরে বিরাট সাফল্য। ইসলামপুরের মুখ উজ্জ্বল করল অঙ্কিত। পুরো নাম অঙ্কিত সাহা। বাড়ি ইসলামপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের নেতাজী পল্লী এলাকায়। বাবা রাজু সাহা পেশায় মহকুমা শাসকের দফতরের কর্মী। মা পিয়ালি সাহা শিক্ষিকা। অঙ্কিত আই আই টিতে সর্বভারতীয় স্তরে ৫ রাঙ্ক করেছে তার ক্যাটাগরি রাঙ্ক ৯।

এই ফলাফল প্রকাশিত হতেই খুশীর আবহ এলাকাজুড়ে। একে একে শুভেচ্ছা জানান সকলেই। এদিন অঙ্কিতকে সংবর্ধনা জানান পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ও এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম।

পরে তাকে সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন জেলা যুব তৃনমূল সভাপতি কৌশিক গুন।  সকলেই তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন। খুশী অঙ্কিতের পরিবার। অঙ্কিত জানায়, আরো বহুদূর অগ্রসর হতে হবে তাকে। সে তার মা-বাবার স্বপ্ন এভাবেই পূরণ করতে চায়।

Leave a Comment