



#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত দোমহনা গ্ৰাম পঞ্চায়েতে চুনামারী থেকে ফতেপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। হালকা বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়।
বিপাকে পড়ছেন সাধারণ মানুষজন থেকে লরি চালকরা। রাস্তাটি খারাপ থাকায় প্রায়শই লরি খারাপ হয়ে যায়। যার জেরে দীঘক্ষণ যাতায়াত বন্ধ হয়ে পড়ে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্ৰামবাসীরা সহ লরি চালকরা।
