



#মালবাজার: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর মাত্র ১৭ বাদেই শুরু হবে শারদীয়া পুজা। এবার চালসা এলাকার মঙ্গলবাড়িতে স্টার ইউনিট ক্লাব মহিলা সমিতি প্রথম দুর্গাপূজার আয়োজন করতে চলছে। এই উপলক্ষে এদিন পুরহিত ডেকে রীতিমতো খুটি পুজা করে দুর্গাপূজার আয়োজন শুরু করে দিল মহিলা সমিতির সদস্যরা।
সমিতির সম্পাদিকা মঞ্জু কুন্ডু বলেন, এবার আমাদের প্রথম দুর্গাপূজা হচ্ছে। নিয়ম করে পুজা হবে। তিন দিন পূজার আয়োজন ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চালসা ছাড়াও এদিন মাল ফরোয়ার্ড ক্লাবের মহিলারা খুটি পুজার মাধ্যমে তাদের দুর্গাপূজার আয়োজন শুরু করে। আকাশ মেঘলা থাকাতেও খুঁটি পুজার ত্রুটি হয়নি।
