



#ইসলামপুর: ১২ দফা দাবীতে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন সারা বাংলা জাতীয় অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা প্রকল্পের অধীন ১০২-র অ্যাম্বুলেন্স চালক ও সহায়ক কর্মীরা। আজ তাদের আন্দোলন দ্বিতীয় দিনে পদার্পন করল। আন্দোলনকারিদের হুঁশিয়ারি অনির্দিষ্টকালের জন্য জারি থাকবে তাদের এই আন্দোলন।
রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি একই ছবি ইসলামপুর মহকুমা হাসপাতালেও। তাদের অভিযোগ, অত্যন্ত নূন্যতম পারিশ্রমিক পান তারা। তাও আবার অনিয়মিত৷ মাস পেরিয়ে গেলেও বেতন না মেলায় সংসার চালাতে গিয়ে চূড়ান্ত সমস্যর মধ্যে পরতে হয় তাদের। এরই পাশাপাশি চলতে গিয়ে কোথাও কোনো দূর্ঘটনা ঘটলে গাড়ির ক্ষতি হলে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হয় বলে অভিযোগ।
এছাড়াও ছুটি, ডিউটি সিডিউল সহ আরও একাধিক দাবী জানিয়েছেন তারা। এদিকে তাদের এই আন্দোলনের জেরে চরম সমস্যায় পরেছেন সাধারন রোগীরা। এখনও এ বিষয়ে কোনো সমাধান সূত্র বেরোয়নি। যার জেরে আগামী দিনে এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে এখন সেটই প্রশ্ন।
