



#ইসলামপুর: রহস্যজনক মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের ১৫ নং ওয়ার্ডের নেতাজীপল্লি এলাকায়। মৃতের নাম সুধীর সেন, বয়স ৮৬ বছর। পরিবার সূত্রের খবর, রোজ বিকেল তিনটা নাগাদ স্নান করতে যান তিনি।
তবে এদিন এদিন শৌচালয়ে গামছা সহ স্নানের বালতিতে জল ভরা থাকলেও সুধীরবাবু শৌচালয়ে উপস্থিত ছিলেন না। তারপর বাড়ির পিছনেই কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
