



#ইসলামপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী এক যুবক। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বিহার মোড় এলাকায়। মৃতের নাম শুভঙ্কর দাস। জানা যায় বিগত ১৫ দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। হঠাৎ করেই বুধবার সকাল ৯ টায় বাড়ির পাশে এক তেঁতুল গাছে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায়।
পরিবারের দাবী, শিবনগর কলোনির এক বিবাহিত মহিলার সাথে দশ বছর আগে থেকেই সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির লোকের দাবি শিবনগরের সেই মহিলার সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই ছেলেটি আত্মহত্যা করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
