



#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াবাড়ি মাদ্রাসায় গোয়াগাও এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি কমিউনিটি টয়লেট তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন থেকে ওই মাদ্রাসায় টয়লেটের প্রয়োজন থাকায় মাদ্রাসা কমিটির প্রধানের কাছে বিষয় টি নিয়ে আবেদন করলে, পঞ্চায়েতের উদ্যোগে মাদ্রাসায় কমিউনিটি টয়লেট তৈরির কাজ শুরু হয়।
এইদিন টয়লেটের কাজ খতিয়ে দেখতে যান গোয়াগাও এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি সিংহ, গোয়াগাও তৃণমূল অঞ্চল সভাপতি জাফর আহমেদ সহ অন্যান্যরা। এদিন ঠিকাদারদের সঙ্গে কথা বলে ভালভাবে কাজ করার পরামর্শ দেয় তারা। মাদ্রাসা কমিটি দাবি পূরণ হওয়ায় তারা পঞ্চায়েত প্রধান মালতি সিংহকে ধন্যবাদ জানায়।
