News Britant

দাবী আদায়ে আন্দোলন আইনজিবীদের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ৪ দফা দাবীতে আন্দোলনে নামলেন ইসলামপুর মহকুমা আদালতের আইনজীবিরা। আজ তারা ১ দিনের ধর্মঘটে সামিল হন। আন্দোলনকারি আইনজিবীরা জানান তাদের এই দাবী দীর্ঘদিনের।

তারা জানা ইসলামপুর মহকুমা আদালতে এন ডি পি এস অ্যাক্ট, বিদ্যুৎ অ্যাক্ট, ৪৩৮ সিআরপিসি যা অ্যান্টিসিপেটরি বেলের ক্ষেত্রে প্রযোজ্য, প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট এই সব ক্ষেত্রে বিচারের দাবী জানান তারা।

তাদের বক্তব্য এই সব মামলায় বিচারের জন্য সুদূর রায়গঞ্জে যেতে হয়। সেক্ষেত্রে বার বার ডেট অনুযায়ী যেতে তাদের সমস্যায় পরতে হয়। তাই এই সব দাবী দাওয়া জানানো হয়৷ দাবী পূরন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Comment