



#ইসলামপুর: ফের বাঘের আতঙ্ক। ঘটনাস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বলঞ্চার ইলুয়াবাড়ি এলাকা। সোমবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচ টার সময় স্থানীয় ২ জন ব্যক্তি বাঘ দেখেছে বলে দাবী করে। এদিকে এই খবর চাউর হতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
প্রমোদ বর্মন ও গোঁসাই ভাওয়াল নামে ঐ দুই বাসিন্দা সকলকে এবিষয়টি অবগত করেন। তারা জানান, বাঘটি চা বাগান থেকে বেরিয়ে একটি ছাগল কে শিকার করে। ঘটনার খবর পেয়ে এলাকার পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের উপ প্রাধান দীপক মিস্ত্রি ছুটে আসেন। বিষয়টি খতিয়ে দেখছে বনবিভাগ।
