



#রায়গঞ্জঃ নিজেদের ইট ভাটা বন্ধ রেখে এবার পথে নামল উত্তর দিনাজপুর ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে ইট শিল্পের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন কেন্দ্রীয় নীতি, জিএসটি বৃদ্ধি ও ইট তৈরির সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরোধীতা করে তারা প্রতিবাদ মিছিলে সামিল হন।
এদিন ওই সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন, এই প্রতিবাদ মিছিল রায়গঞ্জ রেল স্টেশন থেকে শুরু করে রায়গঞ্জের সুপার মার্কেটে এসে শেষ হয়। এরপর, উপরিউক্ত সমস্যা গুলো নিয়ে অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান উত্তর দিনাজপুর ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমরেশ মুন্দ্রা। তিনি জানান, ১২ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত ইটভাটা বন্ধ রাখা হবে।
