News Britant

বৃষ্টির জলে রাস্তা যেন জলাশয়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এর কলেজপাড়া সংলগ্ন এলাকার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন থেকে। সামান্য বৃষ্টিতে জল জমে রাস্তা যেন নালার আকার ধারণ করে। এর জেরে সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে।

একাধিকবার প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও  এখন পর্যন্ত  রাস্তা সংস্কারের কোন রকম কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে প্রাক্তন প্রধান তথা গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় মণ্ডলের সঙ্গে কথা বলা হলে তিনি জানান ওই রাস্তাটি সংস্কারের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের নয়।

ওই রাস্তা দেখভালের দায়িত্ব পূর্ত দপ্তরের। তবে পঞ্চায়েতের তরফ থেকে বেহাল রাস্তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি করেন জ্যোতির্ময় বাবু। তবে কবে এই রাস্তা সংস্কার হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে পারেননি তিনি

Leave a Comment