



#ইসলামপুর: ১৫ই সেপ্টেম্বর দিনটি ইঞ্জিনিয়ার দিবস হিসেবেই পরিচিত সকলের কাছে। আর এই দিনটিকে সামনে রেখেই এবারে সামাজিক কর্মসূচি গ্রহন করল ইসলামপুর সরকারি পলিটেকনিক কলেজে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কানাইয়ালাল আগরওয়াল। কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। পলিটেকনিক কলেজের অধ্যক্ষ গৌতম নন্দি বলেন, সমাজের সকল মানুষকে তথা ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাত নির্বিশেষে রাজনৈতিক দিকগুলো থেকে ঊর্ধ্বে উঠে রক্তদানের জন্য এগিয়ে আসা দরকার। তাহলেই এই সমাজে রক্ত সংকটের সমস্যার সমাধান হবে।
