



#বীরভূম: এবার CBI এর নজরে অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। তার বীরভূমের বাড়িতে আজ সিবিআই হানা দেয়। তারপর তার বিপুল সম্পত্তি নিয়ে তাকে জেরা শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেরা করা হয়েছে একাধিক ব্যাংকের নথি নিয়ে।
প্রথমদিকে অবশ্য সুকন্যা মন্ডল চুপ থাকে। পরে অবশ্য তদন্তকারীদের সামনে দু-একটা কথা বলেন বলে সিবিআই সূত্রের খবর। প্রসঙ্গত আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মন্ডলকে জেরা করে সিবিআই।
জেরার অবশ্য চুপ করে থাকেন কেষ্ট মন্ডল। সিবিআইয়ের আধিকারিকরা বুঝতে পারছেন অনুব্রত মন্ডল তদন্তে সহযোগিতা করবেন না। এরপরই রণকৌশল বদলায় সিবিআই। ঘনিষ্ঠদের শুরু হয় জেরার পর্ব। এবার তার মেয়েকে জেরা করল সিবিআই।
