



#মালবাজার: বন বিভাগের আপ্রান চেষ্টা সত্বেও বাঁচানো গেল না ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে। চিকিৎসা ও পর্যবেক্ষণ চালানো সত্বেও পাচ দিন পরে হাতিটির মৃত্যুতে দুঃখ প্রকাশ, করেন বন বিভাগ ও পরিবেশপ্রেমীরা। গত শনিবার রাতে মংপং রেঞ্জের জঙ্গল সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় এক হাতি।
জখম হাতির খোজ রবিবার অবধি পাওয়া যায় নি।অবশেষে সোমবার কালিম্পং বনবিভাগ জখম হাতিটির খোজ পায় গরুমারা থেকে আনা কুনকি হাতি বর্ষন ও ভোলানাথের সাহায্যে।কালিম্পং জেলার মংপং রেঞ্জের ছয়কর বস্তী সংলগ্ন জঙলে চিকিৎসা চলছিল হাতিটির।বৃহস্পতিবার হাতিটি মারা গেলে কালিম্পং এর বনবিভাগীয় আধিকারিক ও অন্যান্যরা, ঘটনাস্থলে আসেন।
ছয়কর বস্তীর বাসিন্দা কাঞ্চন কুমার বলেন এই এলাকায় হাতির আনাগোনা বেশী।বন্য জীব জন্তুদের সাথে থাকতে ভয় লাগলেও অভ্যাস হয়ে গেছে। বন বিভাগের কোন আধিকারিকরা মন্থব্য করতে অস্বীকার করেন। শুক্রবার জখম হাতির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের সময় সাংবাদিক ও অন্যান্যদের কাছে যেতে দেওয়া হয়নি।
