



#ইসলামপুর: পূজোর পাশাপাশি সামাজিক চেতনাতেও দায়বদ্ধ দমকলের কর্মী ও আধিকারিকরা ইসলামপুর ফায়ার স্টেশনে বিশ্বকর্মা পুজোর দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোয়ালপুকুর ফায়ার স্টেশন অফিসার নীল মাধব দাস।
তিনি বলেছেন, তারা যেমন মানুষের সম্পত্তি রক্ষা করেন, মানুষের জীবন বাঁচান বিভিন্ন রকম ভাবে। ঠিক তেমনি রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংকটকে দূর করার উদ্যোগ নিয়েছেন তারা। তার সাথে এটাও জানিয়েছেন, আনুমানিক ২৫ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হবে।
ইসলামপুর মহকুমার দুই ফায়ার স্টেশনের তথা ইসলামপুর, গোয়ালপুকুরের আধিকারিকরাও এদিন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেn। ইসলামপুর ফায়ার স্টেশনের আশেপাশের কিছু ব্যবসায়ী এবং মানুষজনেরাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন।
