



#ইসলামপুর: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালকের উপর হামলার ঘটনায় ইসলামপুরে উত্তেজনার সৃষ্টি হয়। চালকের উপর হামলার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রায়গঞ্জ থেকে তুফানগঞ্জ গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস সকাল সাড়ে নয়টার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পৌছায়।
ইসলামপুরের দুই যুবক একটি পার্সেল নিয়ে চালককে দিতে আসেন। চালক সেই পার্সেল নিতে অস্বীকার করলে যুবকরা গাড়ির চাবি নিয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাস কর্মিদের সঙ্গে যুবকদের বচসা বাধে। অভিযোগ যুবকরা চালককে মারধোর করে।
ইসলামপুর ডিপোর নিরাপত্তা রক্ষী তাদের আটকাতে এলে তাকেও মারধোর করা বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই যুবককে আটক করে। ঘটনার খবর অভিযুক্তদের সঙ্গীরা ঘটনাস্থলে পৌছায়। বাস চালক ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
