News Britant

ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত ২। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস এলাকায়। মৃত বাবর আলম (২৫) ও গোকুল নন্দী (৩৩)। স্হানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ এর দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ছোটো চার চাকায় ধাক্কা মারে।

এবং ছোটো গাড়িটি গিয়ে একটি মটর বাইকে ধাক্কা মারে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো গাড়ির চালক গোকুল নন্দীর। এবং গুরুতর জখম হয়ে ইসলামপুর হাসপাতালে বাবরকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকের ছায়া আছড়ে পড়েন ইসলামপুর শহরে।

ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।  ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন দমকলের কর্মীরাও সহায়তার হাত বাড়িয়ে দেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment