



#নিউজ ডেস্কঃ জাতীয় যুব এ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেট আলমাস কবির সোমবার ২০০ মিটার দৌড়ে ছিনিয়ে নিলেন সোনা। এমন সোনার ফলাফলে উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া জগতের মানুষেরা। সকলেই অভিনন্দন জানিয়েছেন আলমাসকে।
উল্লেখ্য, আলমাস কবির, কুয়েতে অনুষ্ঠিত হতে চলা আগামী এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জুনিয়র ইন্ডিয়া অ্যাথলেট টিমে সুযোগ পেয়েছে। এর আগে, ১০০ মিটার দৌড়ে আলমাস জেতে ব্রোঞ্জ।
